ব্রেনের ধারণ ক্ষমতার বেশি পড়াঃ
প্রত্যেকের নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে। একসাথে অধিক বলে সব বিষয়ে মনে রাখা কঠিন এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম খুতবা সংক্ষিপ্ত দিতেন এ কারণে তিনি যা বলতেন সাহাবীদের মনে তা বদ্ধমূল থাকতো।
![]() |
| আমরা কেন ভুলি |
রিভিউ না করাঃ
পড়ার সময় নতুন ধারণা আসে তা বর্তমান ধারণার জায়গা দখল করে সেটা রিভিউ না করলে আস্তে আস্তে স্মৃতি থেকে হারিয়ে যাই তবে যা একবার পড়া হয় তা ব্রেনে থাকে নোট দখলে বা কেউ একটু বললে সাথে সাথে স্মরণ আসে।
উদাহরণঃ
কোন একটি গ্লাস পানি ভর্তি হওয়ার পর আরো ঢাললে উপচে পড়ে ,কম্পিউটার বা টেলিফোন মেমোরি পরিপূর্ণ হয়ে যাওয়ার পর কম্পিউটার বা টেলিফোন মেমোরিতে কোন কিছু সেভ করা সম্ভব হয় না অনুরূপভাবে মানুষের স্মৃতি ধারণকারী ওইগুলো ভর্তি হয়ে গেলে কিংবা ক্লান্ত হয়ে পড়লে নতুন কোন তথ্য মনে থাকে না।
- আপনার স্মৃতিশক্তি ভাল এই আত্মবিশ্বাস থাকা
- আপনার স্মৃতিশক্তি ভালো এই কথা বিশ্বাস করা দরকার কেউ যদি মনে করেন তার স্মৃতি শক্তি দুর্বল তাহলে তিনি জটিল কোন ভিসা মনে রাখতে সাহস করবেন না
- আর মনে রাখার চেষ্টা করাই ফলে অনেক কিছু স্মৃতি থেকে হারিয়ে যাবে যা মনে রাখা সম্ভব ছিল
- পড়তে আনন্দ পাওয়া যা পড়তে বেশি আনন্দ লাগে
- আর কারণ আনন্দদায়ক জিনিস পড়ার সময় মনে জানার খুব বেশি কৌশল থেকে ফেলে এই সময় পড়া হয় তার দীর্ঘদিন মনে থাকে।
- স্মরণ রাখতে বাধ্য হলে অনেক সময় স্মরণ রাখার বাদ্যবাধকতার কারণে মনে থাকে যেমন তার যদি পরীক্ষা থাকে তার পরীক্ষার পাশের জন্য কিছু পড়া হয় তা সাধারণ মনে রাখার আগ্রহ নিয়ে পড়তে হয় যার কারনে মনে থাকে।
মনোযোগ সহকারে শোনাঃ
কোন কিছু মনে রাখতে হলে মনোযোগ সহকারে শুনতে হবে বা পড়তে হবে পড়া-শোনার সময় মনোযোগ না থাকলে অনেক জরুরী কথা স্মৃতিতে আটকে থাকে না ।যদি কাউকে রাস্তায় পথ চলার সময় সালাম দিলেও তিনি বলতে পারেন না যে কেউ তাকে সালাম দিয়েছে অমনোযোগী কারো সামনে কেউ কোন কথা বললেও তিনি বলতে পারেন না যে কে কি বলা হয়েছে, তাই কোন কিছু শোনার সময় মনোযোগ সহকারে শোনা উচিত।আমরা কেন ভুলি।
রিভাইস ও বারবার স্মরণ করাঃ
একজন মানুষের ব্রেইন ১২০০ থেকে ১৪০০ গ্রাম মাত্র। অথচ এই ব্রেনের ১০ লক্ষ কম্পিউটারের যে বিশ্ব শক্তিশালী আমাদের ব্রেইন প্রতি সেকেন্ডে এক হাজার নতুন তথ্য ধারণ করতে পারে।কিন্তু সুষ্ঠ চর্চার অভাবে ব্রেইন ধারন কিছু সবকিছু স্মরণ থাকে না যে কথা বারবার স্মরণ করা হয় তা মনে থাকে বেশি যেমন সূরা ফাতিহা প্রতিদিন প্রায় প্রত্যেক মুসলমান হিসেবে বলতে পারেন কিন্তু এমন আরো অনেক সূরা আয়াত আছে যেমন কষ্ট করে তেলাওয়াত না করার কারণে থাকে না।আমরা কেন ভুলি।
এ কারণে কোন কোন গবেষক এর মধ্যে কোন কিছু মুখস্ত করার পরের দিন রিভাইস করা দরকার ।তারপর এক সপ্তাহে পড়ে আবার পর একমাস পরে তারপর কিছুদিন পরপর রিভাইস করলে বিষয়টি দীর্ঘদিন মনে থাকে।আমরা কেন ভুলি।
স্মরণ রাখার কৌশলঃ মানুষই প্রতিদিন যতসব কথা শুনে যা কিছু দেখে বা পড়ে তার একটি অংশ মনে থাকে না আর কিছু কথা একবার শোনার পর জীবনে আর কখনো ভুলে না আবার কিছু কথা শোনার পর কয়েকদিন মনে থাকে তারপর ভুলে যায় মনে করুন আপনি গতকাল কি দিয়ে ভাত খেয়েছেন তা আজ বলতে পারবেন হয়তোবা আরো দুই এক সপ্তাহ স্মরণ থাকবে কিন্তু তারপর আপনি ভুলে যাবেন কিন্তু কিছু কথা আছে আপনি কখনো ভুলবেন না এজন্য সব কথাগুলো কি অত্যাধিক মনোযোগ সহকারে ইমেজিনেশন এর মত করে পড়তে হয়,শোনতে,বলতে হয়।আমরা কেন ভুলি।

إرسال تعليق
আসসালামু আলাইকুম
আপনাদের সকলকে আমাদের রাইটার ফারুকী ওয়েবসাইটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা ।আমরা বর্তমান আধুনিকতা নামক অশ্লীলতা এবং বেহায়াপনার বিরুদ্ধে ইসলামের পক্ষে কাজ করার সুদূর প্রসারীর চিন্তা ভাবনা এবং অপরিকল্পনা গ্রহণ করেছি ।সাহিত্য চর্চার মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে ফুটিয়ে তোলা এবং ইসলামের শ্রেষ্ঠত্ব মহত্ব মানব মনে স্থাপন করে দুর্নীতি এবং অপরাধমুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখি আমরা ।আমরা বিশ্বাস করি খোলাফায়ে রাশেদিনের চেতনার অনুরূপ চরম এবং তীব্র দায়িত্ব অনুভূতি জাগ্রত করার মাধ্যমে সমাজের নেতৃত্বে যোগ্য ব্যক্তিদের পদার্প সম্ভব। আমরা চাই তোমাদের মত যুব সমাজ আগামী দিনে দেশকে নেতৃত্ব দিয়ে ইসলামের সুমহান বাণীকে পৃথিবীবাসীর কাছে পৌঁছে দেবে। আমাদের সহযোগী তোমরাই হবে আমরা চাই আমাদের সাথে এবং আমাদেরকে সকল ক্ষেত্রে সহযোগিতা করুন ।তোমাদের মতামত আমাদের জন্য অনুপ্রেরণা।