সেরা ব্লগিং প্ল্যাটফর্ম

ব্লগিং প্ল্যাটফর্ম বলতে বোঝানো হয় লেখক মনের স্বাধীনতা অনুসারে নিজের মতামত উপস্থাপন এর সেরা স্থান ।মূলত এমন ওয়েবসাইট যেখানে লেখকের নিজের চিন্তা চেতনা মোতাবেক লেখালেখি করেন। মূল ধারার গণমাধ্যমে অপ্রকাশিত অনেক গুরুত্বপূর্ণ বিষয় ব্লগের মাধ্যমে জাতির সামনে আসে। নাগরিক সাংবাদিকতা ব্লগের মাধ্যমে বর্তমান বিশ্বে ব্যাপকতা লাভ করেছে ।মূলত শব্দটি প্রথম ব্যবহার করেন ''পিটার মেরহোলজ''। সেই ১৯৯৯ থেকেই পৃথিবী কাপাচ্ছে শব্দটি। বর্তমান বিশ্বে ব্লগিংয়ের মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের পথ উন্মোচিত হয়েছে। আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হল সেরা ব্লগিং প্লাটফর্ম সমূহ।

 

এবার শুরু করা যাক কিছু সেরা ব্লগ প্লাটফর্ম এর কথাঃ সেরা ব্লগিং প্ল্যাটফর্ম সমূহ

অর্ডিনারি আইটি

 বাংলা ব্লগিং প্লাটফর্ম এর কথা বলতে গেলে প্রথমেই যে নামটি সামনে আসবে সেটি হল অডিনারি আইটি।বর্তমান বিশ্বে বাংলা ব্লগিং প্লাটফর্ম গুলোর মধ্যে অর্ডিনারি আইটি সবচেয়ে বেশি সাড়া ফেলতে সক্ষম হয়েছে। যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত লেখক, পাঠক, ফ্রিল্যান্সার,

 ব্লগারসহ সকলের মন জয় করে নিয়েছে অর্ডিনারি আইটি। লেখার গুণগতমান লেখকদের মাসিক বেতন এবং উপযুক্ত ও সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে সেরা ব্লগিং প্লাটফর্ম হিসেবে শীর্ষে অবস্থান করছে।  অর্ডিনারি আইটি যুবক যুবতীদের আগ্রহ ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অর্ডিনারি আইটি  প্রচলিত সকল ব্লগিং প্লাটফর্ম থেকে বৈশিষ্ট্যগতভাবে অনন্য।  যে কেউ ভিজিট করে দেখতে পারেন অডিনারি আইটির নিজস্ব ওয়েবসাইট। আপনি যদি বাংলা পোস্ট লিখে প্রতি মাসে টাকা উপার্জন করতে চান তাহলে আপনার জন্য সেরা সিদ্ধান্ত হবে অডিনারি আইটিকে বেছে নেওয়া। লেখালেখির মাধ্যমে আয় করার অভিনব পদ্ধতি চালু করে সারা ফেলেছে সারাবিশ্বে ।  ভালো ব্লগিং প্লাটফর্ম হিসেবে অর্ডিনারি আইটির বিকল্প চিন্তা করা যায় না। যে সকল বিষয়ে ব্লগিং করা যায় অডিনারি আইটিতে

  তথ্যপ্রযুক্তি 

অনলাইন ইনকাম

পড়াশোনার খবর

আর্টিকেল রাইটিং

সরকারি সেবা

চাকরির খবর 

বিকাশ অফার

বিভিন্ন অফার

ইসলামিক পোস্ট 

ছন্দ কবিতা

স্ট্যাটাস 

সহ অনেক বিষয়ে লেখালেখির মাধ্যমে উপার্জন করতে পারেন বিপুল অর্থ।তাছাড়াও আপনার স্কিল ডেভেলপমেন্ট এর জন্য রয়েছে আকর্ষণীয় কোর্স ।বর্তমানে বাংলাদেশের সবচাইতে প্রচলিত এবং ভাল ব্লগার তৈরীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের নাম অর্ডিনারি আইটি।

ঘুরে আসা যাক অডিনারি আইটি ক্লিক করুন 

বিশেষ দ্রষ্টব্যঃ অর্ডিনারি আইটি আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে কাজ দেয়নি প্রতারণা করেছে। তবে তাদের অভিযোগ ছিল আমার কাজ ভালো করে হয়নি। হতে পারে সত্যিই আমার কাজ তাদের কাছে পছন্দ হয়নি।

সেরা ব্লগিং প্ল্যাটফর্ম সমূহ

ইয়ার্কি

স্যাটায়ার বা  রম্য ধর্মী নানান ব্লগ   প্রতিনিয়ত প্রকাশিত হয় এ ব্লগিং প্লাটফর্মে ।মজার সব গল্প কবিতা কৌতুক সহ নানান লেখা এ সাইটে প্রকাশ করতে পারবেন  আপনিও।আপনার লেখা এবং নিজস্ব ধারণা শেয়ার করতে পারবেন এ ব্লগিং প্ল্যাটফর্মে । বর্তমানে ব্লগারদের মাসিক সম্মানী প্রদানের মাধ্যমে নতুন মাত্রা যোগ করেছে এ ব্লগিং প্ল্যাটফর্মটি ।


নগদ আর্টিকেল লিখে টাকা পেতেঃ 

আপনি যদি তাৎক্ষণিক আর্টিকেল লিখে টাকা পেতে চান তবে আপনি অবশ্যই আমাদের এই ওয়েব সাইটে লেখা পাঠাতে পারেন।



লেখক ডট কম

কালার টকিং পরিচালিত এ সাইটের মাধ্যমে আপনি পোস্ট করার পর পাবলিকের ভিউ  অনুসারে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা হবে আপনার একাউন্টে। লেখা জমা দেয়ার পর লেখক ডট কম ৯ সহ  আরও দশটি ওয়েবসাইট এর যেকোন একটিতে লেখা প্রকাশিত হবার সুযোগ দেয়া হবে আপনাকে। বর্তমানে ব্লগিং এর মাধ্যমে উপার্জনের অন্যতম মাধ্যম হিসেবে লেখক ডটকম  ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।


অন্যান্য আরো কিছু জনপ্রিয় ব্লগিং প্লাটফর্ম রয়েছে যেগুলো অর্থ প্রদান করবে না তবে জনপ্রিয় ব্লগ হিসেবে উপস্থাপন করতে এসকল ব্লগিং প্ল্যাটফর্ম এর গুরুত্ব অত্যাধিক।সেরা ব্লগিং প্ল্যাটফর্ম সমূহ



সামহোয়্যার ইন ব্লগ-বাংলা

বাংলা ব্লগিং জগতের সূচনা এই ব্লগিং প্ল্যাটফর্মের মাধ্যমে। লেখক, পাঠ্ ব্লগার সহ সাধারণ মানুষের কাছে এটি পরিচিত সামু  নামে। এই বাংলা ব্লগিং সাইট টির স্লোগান হচ্ছে ''বাঁধ ভাঙ্গার আওয়াজ''। এটি বাংলা ভাষায় প্রতিষ্ঠিত প্রথম পাবলিক ব্লগিং প্ল্যাটফর্ম যা 2005 সালে নিজেদের শুভ যাত্রা শুরু করে এবং এখন পর্যন্ত বিশ্বে বাংলাভাষী মানুষের  সর্ববৃহৎ ব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। তবে ব্লগারদের কোন ধরনের অর্থ প্রদান করে না এই ব্লগিং প্ল্যাটফর্ম। এই ব্লগিং প্লাটফর্ম নিবন্ধিতদের জন্য বিনামূল্যে পোস্ট করার সুযোগ প্রদান করা হয় তবে পাঠকদের ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক নয় সৈয়দা গুলশান ফেরদৌস এবং তার প্রিয় স্বামী আরিল্ড  এই ব্লগিং প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা।


আমার ব্লক 

পহেলা বৈশাখ চৌদ্দশ ১৪১৫/১৪  এপ্রিল ২০০৮ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আমার ব্লগ নামের এই ব্লগিং প্ল্যাটফর্মটি। এর নেপথ্যে রয়েছে বাংলা ব্লগের স্বাধীনতাবিরোধী যে কোনো প্রচারণা ও প্রকাশনার বিরুদ্ধে দ্যা-এ টিম এর সদস্যরা। আন্তর্জালে বাংলায় বাক স্বাধীনতা রক্ষায় শুরু থেকেই দায়বদ্ধ আমার ব্লগ । কথা হোক ইচ্ছেমত যা বলা যায় আর না বলা যায় সবকিছু উঠে আসে  এখানে। আলোচনা তর্ক-বিতর্ক কিংবা গালিগালাজ নিজের পায়ে দাঁড়ান শক্ত অবস্থান নিয়ে। অবস্থানকে রক্ষা করুন নিজ উদ্যোগে। এ কথাগুলোকে ধারণ করে চলছে আমারব্লগ নামের বিশাল ব্লগিং প্ল্যাটফর্ম।সেরা ব্লগিং প্ল্যাটফর্ম সমূহ


ইস্টিশন

প্রাণে প্রাণ মেলাবোই এই স্লোগানকে সামনে রেখে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে বাংলা ব্লগ সাইট ''ইস্টিশন'' অন্যান্য ব্লগিং প্ল্যাটফর্ম এর  থেকে ব্যতিক্রম এ  ব্লগিং প্লাটফরমটি  এর অন্যতম বিষয় হলো এর ডিজাইন। যেমন- সাইটে মাউসের কার্সর ধরলে একটি রেল ইঞ্জিন আপনাকে পথ দেখাবে। মেনুবারে রয়েছে প্ল্যাটফর্ম। স্টেশন নামে ভিন্নধর্মী সব অপশন চালু করে রেখেছে। লিখতে পারেন আপনি চাইলে এখনি।

 টেকটিউন্স

টেকটিউনস হলো বাংলাভাষার সর্বপ্রথম এবং সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় প্রযুক্তি বিষয়ক সোশ্যাল মিডিয়া । সোশ্যাল ও অনলাইন কমিউনিটি উন্মুক্ত ব্লগিং প্ল্যাটফর্ম। টেকটিউনসে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় ফিচার এখানে ব্লগারদের জন্য রয়েছে আলাদা একটি নাম । বাংলা ভাষাভাষী মানুষের মধ্যেই প্রযুক্তির ব্যাপক প্রচার এবং প্রসার এর জন্য তাদের নিজেদের ভাষায় উপলব্ধি করার জন্যই নিরন্তর কাজ করে যাচ্ছি। মেতে উঠুন প্রযুক্তির সুরে প্রযুক্তিবিষয়ক লেখালেখি টেকটিউনসের বুকে|সেরা ব্লগিং প্ল্যাটফর্ম সমূহ


ভ্রমণ বিষয়ক বাংলা ব্লগিং প্লাটফর্ম

ভ্রমণ এবার হাতের তালুতে ।বেরিয়ে পড়ুন আজই । ঘুরে বেড়াতে কার না ভালো লাগে তবে সেটা সকলের পক্ষে সম্পূর্ণরূপে  সম্ভব না । অনেকের মধ্যে দেশ-বিদেশ , শহর-বন্দর ইত্যাদি স্থান সম্পর্কে জানার আগ্রহ থাকে ।সবার পক্ষে তো পৃথিবী ভ্রমণ করা সম্ভব নয় তাই ভ্রমণ পিপাসুদের জন্য রয়েছে বেশকিছু বাংলা ব্লগিং প্লাটফর্ম। আপনি যদি সুন্দরবন ভ্রমণ করতে চান তবে আপনার জন্য রয়েছে সুন্দরবন ভ্রমনের বিশেষ ব্লগিং সাইট- সুন্দরবন ট্যুর ।গাইড লাইন ভিত্তিক আরো ট্রাভেল ব্লগিং সাইটগুলো  হলো -ডিসকভারি বাংলাদেশ, গ্রীন বাংলাদেশ সহ নানা ধরনের ভ্রমণ ব্লগিং প্ল্যাটফর্ম।সেরা ব্লগিং প্ল্যাটফর্ম সমূহ

সেরা ব্লগিং প্ল্যাটফর্ম সমূহ

সেরা ব্লগিং প্ল্যাটফর্ম সমূহ

সেরা ব্লগিং প্ল্যাটফর্ম সমূহ

সেরা ব্লগিং প্ল্যাটফর্ম সমূহ

 

Post a Comment

আসসালামু আলাইকুম
আপনাদের সকলকে আমাদের রাইটার ফারুকী ওয়েবসাইটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা ।আমরা বর্তমান আধুনিকতা নামক অশ্লীলতা এবং বেহায়াপনার বিরুদ্ধে ইসলামের পক্ষে কাজ করার সুদূর প্রসারীর চিন্তা ভাবনা এবং অপরিকল্পনা গ্রহণ করেছি ।সাহিত্য চর্চার মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে ফুটিয়ে তোলা এবং ইসলামের শ্রেষ্ঠত্ব মহত্ব মানব মনে স্থাপন করে দুর্নীতি এবং অপরাধমুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখি আমরা ।আমরা বিশ্বাস করি খোলাফায়ে রাশেদিনের চেতনার অনুরূপ চরম এবং তীব্র দায়িত্ব অনুভূতি জাগ্রত করার মাধ্যমে সমাজের নেতৃত্বে যোগ্য ব্যক্তিদের পদার্প সম্ভব। আমরা চাই তোমাদের মত যুব সমাজ আগামী দিনে দেশকে নেতৃত্ব দিয়ে ইসলামের সুমহান বাণীকে পৃথিবীবাসীর কাছে পৌঁছে দেবে। আমাদের সহযোগী তোমরাই হবে আমরা চাই আমাদের সাথে এবং আমাদেরকে সকল ক্ষেত্রে সহযোগিতা করুন ।তোমাদের মতামত আমাদের জন্য অনুপ্রেরণা।

أحدث أقدم

আর্টিকেল লিখে টাকা উপার্জন করতে চান? যোগাযোগ:ikramulfahim.tmkm@gmail.com

بحث هذه المدونة الإلكترونية

প্রত্যেকটি পোস্ট আপনাকে জানতে সহযোগিতা করবে

নিচের পোস্টে ক্লিক করে বিস্তারিত পড়ুন