আপনি কি জানেন বিয়ের মানে কি? বিয়ে বলতে কি বোঝে? বিয়ের মানে আসলে কি? বিয়ে করলে কত বয়স লাগে? ইসলাম এ বিয়ের বিষয়ে কি বলে? সকল প্রশ্নের সমাধান আর্টিকেল এ।বিয়ের মানে কী জানেন?

শরহে বেকায়া গ্রন্থাগার বলেনঃ 

নিকাহ হলো নারীর যৌনাঙ্গ উপভোগ করার নিমিত সংগঠিত বন্ধন। অর্থাৎ নারী হতে পুরুষের স্বাদ উপভোগ বৈধ হওয়ার বন্ধনী হল নিকা বা বিবাহ। বিয়ের মানে কী জানেন?


দুরুল মুকাররম মতেঃএক কথায় নিকা হলো শরীয়ত সম্মত উপায়ে নারীকে উপভোগ করার অধিকার লাভ করা

বিয়ের মানে কী জানেন?





বিবাহের হুকুমঃ বিয়ের মানে কী জানেন?

আহলে জাওহার এর অভিমত মতে মহরনা ও ভূষণের ক্ষমতা থাকা সত্ত্বেও যে বিবাহ করবে না সে গুনাগার হবে।

ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এর মতে

কাম ভাব তীব্র আকার ধারণ করে এবং বাহানা করলে জেনার লিপ্ত হওয়ার আশঙ্কা থাকলে এবং মোহন দেয়ার ক্ষমতা থাকে তাহলে বিবাহ করা ফরজ ।আর স্বাভাবিক অবস্থায় বিবাহ করা জায়েজ। তবে ইবাদতেই সর্বোত্তম যদি উল্লিখিত সমস্যা না হয়।

ইমাম আবু হানিফা রহঃ

মতে স্থান-কালবেধে ভিন্ন ভিন্ন মাসালা হয় বিয়ের ক্ষেত্রে

  • তীব্রতার কারণে বিবাহ করা ফরজ
  • গলাবাতু শাহুয়াত এর  সময় বিবাহ করা ওয়াজিব
  • কাম ভাব না থাকলে বিবাহ করা হারাম
বিবাহের গুরুত্ব ইসলাম শান্তি উশৃঙ্খলার ধর্ম তাই ইসলামের বৈরাগ্যবয়দের কোন স্থান নেই।। মহান আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের জন্য দুনিয়ার অসংখ্য নিয়ামত দিয়েছেন তন্মধ্যে নারী পুরুষের দাম্পত্য জীবন এক অনন্য নেয়া। আর শরীয়তের নির্দেশে মোতাবেক বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তা অর্জন করা সম্ভব নিঃসন্দেহে বলা যায় যে বিবাহের মাধ্যমে যেমন দাম্পত্য জীবনে পরিতৃপ্তি সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করে তাই বিবাহের গুরুত্ব অপরিসীম।

কোরআনে আল্লাহ তায়ালা বলছেনঃ "মানুষের জন্য শোভনীয় করা হয়েছে নারীদের প্রতি প্রবল মনোবৃতি"
কোরআনে আল্লাহ আরো বলেনঃ
 "নারীদের মধ্য হতে তোমাদের পছন্দ মতো বিবাহ করো "

বিবাহের উপকারিতাঃবিয়ের মানে কী জানেন?

 মানব জীবনে বিবাহের উপকারিতা অপরিসীম প্রেম ভালবাসা স্নেহ মমতা ও উন্নত চরিত্র সবকিছু বিকাশ ঘটে বিবাহের বন্ধনের মাধ্যমে। বিবাহের  কিছু উপকারিতা হচ্ছে নিম্নর:বিয়ের মানে কী জানেন?
  • বিবাহ দ্বারা উন্নত চরিত্রের বিকাশ ও পবিত্রতা অর্জিত হয়
  • মানসিক প্রশান্তি ও কর্মজীবন সৃষ্টি হয়
  • পরিবার ও সমাজ গঠনে সর্বোত্তম মাধ্যম হিসেবে গঠিত হয়
  • কাম ভাব পূর্ণ হয় এবং দৃষ্টি শক্তি নিম্নগামী হয়
  • মনে অনাবিল শান্তি অর্জিত হয়
  • আত্মীয় সম্পর্ক বৃদ্ধি পায়



Post a Comment

আসসালামু আলাইকুম
আপনাদের সকলকে আমাদের রাইটার ফারুকী ওয়েবসাইটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা ।আমরা বর্তমান আধুনিকতা নামক অশ্লীলতা এবং বেহায়াপনার বিরুদ্ধে ইসলামের পক্ষে কাজ করার সুদূর প্রসারীর চিন্তা ভাবনা এবং অপরিকল্পনা গ্রহণ করেছি ।সাহিত্য চর্চার মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে ফুটিয়ে তোলা এবং ইসলামের শ্রেষ্ঠত্ব মহত্ব মানব মনে স্থাপন করে দুর্নীতি এবং অপরাধমুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখি আমরা ।আমরা বিশ্বাস করি খোলাফায়ে রাশেদিনের চেতনার অনুরূপ চরম এবং তীব্র দায়িত্ব অনুভূতি জাগ্রত করার মাধ্যমে সমাজের নেতৃত্বে যোগ্য ব্যক্তিদের পদার্প সম্ভব। আমরা চাই তোমাদের মত যুব সমাজ আগামী দিনে দেশকে নেতৃত্ব দিয়ে ইসলামের সুমহান বাণীকে পৃথিবীবাসীর কাছে পৌঁছে দেবে। আমাদের সহযোগী তোমরাই হবে আমরা চাই আমাদের সাথে এবং আমাদেরকে সকল ক্ষেত্রে সহযোগিতা করুন ।তোমাদের মতামত আমাদের জন্য অনুপ্রেরণা।

أحدث أقدم

আর্টিকেল লিখে টাকা উপার্জন করতে চান? যোগাযোগ:ikramulfahim.tmkm@gmail.com

بحث هذه المدونة الإلكترونية

প্রত্যেকটি পোস্ট আপনাকে জানতে সহযোগিতা করবে

নিচের পোস্টে ক্লিক করে বিস্তারিত পড়ুন