লেখকঃফাহিম ফা
তোমাকে দেখে চোখ জোড়ায় তোমাকে দেখে মন মাতে আপন খেলায়।
তোমার ইশারাতে ছন্দটা ফিরে পাই তোমারে দেখাতে মন উতলা হয়ে বাতাসে বেড়ায়।
কেটেছে বহুদিন কেটেছে বহু বেলা,শৈশবের স্মৃতি গুলো পরে মনে ভাসে আনন্দের ভেলা।
তোমার তরে আছে কর্মী যারা পরোপকারে হয়েছে আত্মহারা,
আমি কেবল ছাত্র তাদের শিখছি পরোপকার যায় কেমনে করা।
নয়নে যে দিন বিম্ব তুমি হৃদয়ে সেদিন গেতেছি তোমায়,ভুলিনি আজ
অবধি।
আকুতি তোমার কাছে রেখ আমায় স্বরন, তোমাই দেখে চক্ষু আমার করবে শীতলতাকে বরণ।
শৈশব কেটেছিল তোমার ধারে,আজ শুধু কাটে শহরে থাকা চারদেয়ালের ঘরে।
তোমি যে আমার প্রাণের প্রাণ হৃদয় গহিনে আছে তোমার স্থান।
তুমি বহুরুপী তুমি বহু রুপের মেলা সূর্যদয়ে তুমি এক সন্ধাতে দেখী তোমার নতুন রুপের খেলা।
তুমি যে আপন তুমি যে প্রেম তুমি মন জোয়ারে ভাসানো ভেলা।
আমি তৃষাতপ্ত তুমি আসলে আমি হব বিষণ্ন মেদুর।
বহু হপ্তা গেছে চলে আমি রুগ্ন ভিখারির মত আছি পরে।
পাইনি সথী কাউকে খুঁজে, বুকটা আমার হচ্ছে চৌচির রোজে।
বিদ্যুত রুপসী পরী আসলে পরে বুকটা আমার ভিজবে জলের তরে।
সাথী কিয়ৎক্ষনে আসবে বহু আপন করব কাকে সেই এখন আমার জু।
রুপ যার বেশি সেই হবে আমার প্রিয় ঋষি।
কথ সাথী আসে যায় আমি শুধু একা থেকে যায়
সবার ছোঁয়াই আমি সতেজতা ফিরে পাই।


ভালো
ردحذفإرسال تعليق
আসসালামু আলাইকুম
আপনাদের সকলকে আমাদের রাইটার ফারুকী ওয়েবসাইটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা ।আমরা বর্তমান আধুনিকতা নামক অশ্লীলতা এবং বেহায়াপনার বিরুদ্ধে ইসলামের পক্ষে কাজ করার সুদূর প্রসারীর চিন্তা ভাবনা এবং অপরিকল্পনা গ্রহণ করেছি ।সাহিত্য চর্চার মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে ফুটিয়ে তোলা এবং ইসলামের শ্রেষ্ঠত্ব মহত্ব মানব মনে স্থাপন করে দুর্নীতি এবং অপরাধমুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখি আমরা ।আমরা বিশ্বাস করি খোলাফায়ে রাশেদিনের চেতনার অনুরূপ চরম এবং তীব্র দায়িত্ব অনুভূতি জাগ্রত করার মাধ্যমে সমাজের নেতৃত্বে যোগ্য ব্যক্তিদের পদার্প সম্ভব। আমরা চাই তোমাদের মত যুব সমাজ আগামী দিনে দেশকে নেতৃত্ব দিয়ে ইসলামের সুমহান বাণীকে পৃথিবীবাসীর কাছে পৌঁছে দেবে। আমাদের সহযোগী তোমরাই হবে আমরা চাই আমাদের সাথে এবং আমাদেরকে সকল ক্ষেত্রে সহযোগিতা করুন ।তোমাদের মতামত আমাদের জন্য অনুপ্রেরণা।