উফ কি ভীষণ যুদ্ধ ?তারায় তারাই যুদ্ধ।আকাশের বুক কেঁপে উঠছে হঠাৎ আকাশ থেকে একটা তারা খসে পড়ল তার কূলে চমকে ঘুম ভেঙে গিয়েছিল শহীদ আব্দুল মালেকের আম্মার। 
শহীদ আব্দুল মালেক গর্বে থাকা অবস্থায় দেখা অদ্ভুত এ স্বপ্নের সমাগত সন্তানের ব্যাপারে মায়ের মনে প্রথম ব্যাপকতর উপলব্ধি । প্রাণের মালেক ভাই |
শহীদ আব্দুল মালেক গর্ভে থাকা অবস্থায় দেখা এই অদ্ভত স্বপ্নের তাৎপর্য তখন বুঝতে পারেননি তার মহীয়সী মা ।তবে এটি ছিল মাত্র ভাই বৎসরের সংক্ষিপ্ত জীবনী প্রজ্জ্বল তারকার মতোই অকালে খসে পড়েছিল শহীদ আব্দুল মালেক
কে এই আব্দুল মালেক?
ব্রিটিশ বেনিয়াদের গোলামী জিঞ্জিরমুক্ত হওয়ার লগ্নে ১৯৪৭ সালের মে মাসে তার জন্ম বগুড়া জেলার থানার খুকসাবারি নামক সবুজ শ্যামলের গ্রামে ।প্রাণের মালেক ভাই |
পাঁচ ভাই ও ছোট এক বোন নিয়ে ছিল তাদের পরিবার ।শহীদ আব্দুল মালেক ছিলেন ভাইদের মধ্যে সর্বকনিষ্ঠ আর বোনটি  ছোট। আব্বা মুন্সী মোঃ আলীর আর্থিক অবস্থা ভালো ছিল না বলা চলে সচ্ছল ছিল না। আব্দুল মালেকের জন্মের পূর্বে পরপর দুটি ভাইয়ের মৃত্যু এই পরিবারকে কাঁদিয়েছিল ।তাই পরিবারের সকলের কাছে তিনি ছিলেন কলিজার টুকরা চোখের মনি ।প্রাণের মালেক ভাই |


মেধাবী ও সংগ্রামীর সত্তার বিকাশঃ 
শহীদ আব্দুল মালেকের গ্রাম থেকে প্রায় ০৪ মাইল দূরে গোসাইবাড়ি হাই স্কুল এ পড়তেন ।রাস্তা ছিল খুবই খারাপ স্কুলের এই দীর্ঘ পথ তাকে হেটে যেতে হতো এমনকি বর্ষার দিনেও ।নিতান্তই শিশু এই ছেলের পক্ষে যা সত্যি ছিল কষ্টদায়ক কিন্তু অনেক বড় হওয়ার স্বপ্ন ছিল তার।প্রস্তুত ছিল তাই কোন কষ্টেই তিনি ক্ষান্ত হননি।প্রাণের মালেক ভাই ।
এরপর তার জীবন কাটে যায় ঘিরে হোস্টেলে এবং বাড়ির বাইরে বগুড়া রাজশাহী এবং সব শেষ ঢাকায়।
এদিকে সব ক্লাসের পরীক্ষায় তিনি স্কুলের ছাত্র শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করল।প্রাণের মালেক ভা।
সেই ছেলেবেলা থেকেই তার মা সেই ছেলেবেলা থেকেই তার মাঝে দেখা যায় বই পড়ার প্রবলঝক বই পড়তে পড়তে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ত। মা আলতো আদরে এসে বইগুলো গুছিয়ে রাখতেন বড় ভাইদের বইপত্র লজিং মাস্টার মহিউদ্দিন সাহেবের কাছ থেকে নেয়া বই পত্র-পত্রিকা এবং স্কুল লাইব্রেরি থেকে বই পড়ে তিনি তার জ্ঞানের পরিধি আস্তে আস্তে সমৃদ্ধ করেছিলেন। শুধু তথ্য পেতে নয় জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রতিনিয়ত তিনি প্রস্তুত রাখতেন।

Post a Comment

আসসালামু আলাইকুম
আপনাদের সকলকে আমাদের রাইটার ফারুকী ওয়েবসাইটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা ।আমরা বর্তমান আধুনিকতা নামক অশ্লীলতা এবং বেহায়াপনার বিরুদ্ধে ইসলামের পক্ষে কাজ করার সুদূর প্রসারীর চিন্তা ভাবনা এবং অপরিকল্পনা গ্রহণ করেছি ।সাহিত্য চর্চার মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে ফুটিয়ে তোলা এবং ইসলামের শ্রেষ্ঠত্ব মহত্ব মানব মনে স্থাপন করে দুর্নীতি এবং অপরাধমুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখি আমরা ।আমরা বিশ্বাস করি খোলাফায়ে রাশেদিনের চেতনার অনুরূপ চরম এবং তীব্র দায়িত্ব অনুভূতি জাগ্রত করার মাধ্যমে সমাজের নেতৃত্বে যোগ্য ব্যক্তিদের পদার্প সম্ভব। আমরা চাই তোমাদের মত যুব সমাজ আগামী দিনে দেশকে নেতৃত্ব দিয়ে ইসলামের সুমহান বাণীকে পৃথিবীবাসীর কাছে পৌঁছে দেবে। আমাদের সহযোগী তোমরাই হবে আমরা চাই আমাদের সাথে এবং আমাদেরকে সকল ক্ষেত্রে সহযোগিতা করুন ।তোমাদের মতামত আমাদের জন্য অনুপ্রেরণা।

নবীনতর পূর্বতন

আর্টিকেল লিখে টাকা উপার্জন করতে চান? যোগাযোগ:ikramulfahim.tmkm@gmail.com

এই ব্লগটি সন্ধান করুন

প্রত্যেকটি পোস্ট আপনাকে জানতে সহযোগিতা করবে

নিচের পোস্টে ক্লিক করে বিস্তারিত পড়ুন