কে এই  লেখক ফাহিম ফারুকী ? লেখক ফাহিম ফারুকী কোন জেলায় জন্মগ্রহণ করেন? বর্তমানে তিনি কি করেন? এখন বয়স কত? লেখক ফাহিম ফারুকী কথাটি বই প্রকাশ করেছেন? লেখক-পাঠকের ভবিষ্যৎ পরিকল্পনা কি? লেখক সম্পর্কে হাজারো প্রশ্ন?


 লেখক ফাহিম ফারুকী


আজকের আলোচনার বিষয় হল:  লেখক ফাহিম ফারুকী

লেখালেখির যুগে নতুন আগমনকারী একজন লেখক এর নাম ফরুকী ।পরিবার সমাজ ও রাষ্ট্র এবং আন্তর্জাতিক সকল বিষয়ের অসঙ্গতিগুলো কে ফুটিয়ে তোলাই তার লেখনীর মূল উদ্দেশ্য ।তবে ধর্মীয় রীতিনীতি গুলোকে সমাজে বাস্তবায়নের জন্যই  তার পথ চলা। তিনি একজন মুসলিম যার ফলশ্রুতিতে ইসলাম ধর্মের সৌন্দর্য তার লেখনীতে দৃশ্যমান। বর্তমানে তিনি যুবক-যুবতীদের নৈতিকতা গঠনে কাজ করছেন এবং ইসলামী সাহিত্যের বিপ্লব এবং খোলাফায়ে রাশেদার সোনালী যুগের তীব্র দায়িত্ব  অনুভতি জাগ্রত করে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি এক চূড়ান্ত লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন । লেখক ফাহিম ফারুকী এক সাক্ষাৎকারে বলেন বর্তমান সমাজ সবচেয়ে বেশি নৈতিকতা হীনতায় ভুগছে এই সমাজের চূড়ান্ত ফসল কখনো ভালো হতে পারে না আর এর গতিকে রুখে দিয়ে ইসলাম এবং পৃথিবীর মহামানব হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যুবক যুবতীদের গড়ে তোলার জন্যই আমার অদক্ষ হাতে কলম। আমাকে কেউ বলবে   লেখক ফাহিম ফারুকী, এটা আমার চাওয়া পাওয়া না।দেশের প্রত্যেকটি যুবক যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেই জীবনের অনুসরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ করে এবং সকল প্রকার রীতিনীতি ইসলাম থেকেই শিখে এজন্যই লেখালেখির পদযাত্রা।

নামঃ লেখক ফাহিম 

জন্মঃ ২০০৩

পৈতৃক নিবাসঃ ময়মনসিংহ জেলা

বর্তমান অবস্থাঃ বর্তমানে তিনি একজন ছাত্র

পিতার নামঃ হাকিম ডাক্তার মাওলানা মাহবুবুল হাসান

মাতার নামঃ রোকসানা আক্তার

দাদার নামঃ মাওলানা  এ কে এম রইস উদ্দিন ফারুকী

 লেখক ফাহিম ফারুকী

Post a Comment

আসসালামু আলাইকুম
আপনাদের সকলকে আমাদের রাইটার ফারুকী ওয়েবসাইটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা ।আমরা বর্তমান আধুনিকতা নামক অশ্লীলতা এবং বেহায়াপনার বিরুদ্ধে ইসলামের পক্ষে কাজ করার সুদূর প্রসারীর চিন্তা ভাবনা এবং অপরিকল্পনা গ্রহণ করেছি ।সাহিত্য চর্চার মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে ফুটিয়ে তোলা এবং ইসলামের শ্রেষ্ঠত্ব মহত্ব মানব মনে স্থাপন করে দুর্নীতি এবং অপরাধমুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখি আমরা ।আমরা বিশ্বাস করি খোলাফায়ে রাশেদিনের চেতনার অনুরূপ চরম এবং তীব্র দায়িত্ব অনুভূতি জাগ্রত করার মাধ্যমে সমাজের নেতৃত্বে যোগ্য ব্যক্তিদের পদার্প সম্ভব। আমরা চাই তোমাদের মত যুব সমাজ আগামী দিনে দেশকে নেতৃত্ব দিয়ে ইসলামের সুমহান বাণীকে পৃথিবীবাসীর কাছে পৌঁছে দেবে। আমাদের সহযোগী তোমরাই হবে আমরা চাই আমাদের সাথে এবং আমাদেরকে সকল ক্ষেত্রে সহযোগিতা করুন ।তোমাদের মতামত আমাদের জন্য অনুপ্রেরণা।

নবীনতর পূর্বতন

আর্টিকেল লিখে টাকা উপার্জন করতে চান? যোগাযোগ:ikramulfahim.tmkm@gmail.com

এই ব্লগটি সন্ধান করুন

প্রত্যেকটি পোস্ট আপনাকে জানতে সহযোগিতা করবে

নিচের পোস্টে ক্লিক করে বিস্তারিত পড়ুন