আমাদের অনেকের মনে হয়তো এই প্রশ্ন গুলো আছে কিভাবে একাধিক ভাবে শিখব? একাধিক ভাষা শিখার মাধ্যম কি কি? একাধিক ভাষা কি কি শেখা যায়? কোথায় একাধিক ভাষা শিখব? একাধিক ভাষা কোথায় সহজে শেখা যায়? একাধিক ভাষা শিখার ক্ষেত্রে ইংরেজি কি বেশি অগ্রাধিকার পাবে? একাধিক ভাষা শেখার মানে কি ?একাধিক ভাষা শিখে কি করব?
![]() |
| একাধিক ভাষা শিখার সহজ পদ্ধতি |
সাধারণত যেকোন ভাষা শেখার সময় তিন ধরনের লক্ষ্য থাকে
০১।কোনমতে বই-পুস্তক পড়া ও লেখার দক্ষতা অর্জন
০২।মোটামুটি ভালোভাবে লিখতে পড়তে ও বলতে পারেন
০৩।চমৎকার ভাবে লেখাপড়ার যোগ্যতা অর্জন
![]() |
| একাধিক ভাষা শিখার সহজ পদ্ধতি |
কোন ভাষা আয়ত্ত করার জন্য প্রথমে নির্ধারণ করা দরকার যে আপনি উক্ত ভাষায় কেমন দক্ষ হতে চান।এবংকতটুকু দক্ষ হওয়ার প্রয়োজন। উক্ত লক্ষ্যকে সামনে রেখে ভাষা চর্চায় সময় ও শ্রম ব্যয় করা দরকার। যারা শুধু কোনরকমে কারো সাথে যোগাযোগ করতে ভাষা শিখতে চান আর যারা একটি ভাষার উপর দক্ষতা লাভ করে উক্ত ভাষায় পাণ্ডিত্য অর্জন করতে চান এই দুই শ্রেনীর মানুষের ভাষা শেখার মেহেনত এক ধরনের হবে না।
ভাষা ধীরে ধীরে শিখতে হয় এটা এমন কোন পানিয় নয় যে ইচ্ছে হলেই গ্লাস হাতে নিয়ে প্রয়োজনমাফিক পান করে নিবেন ভাষা ভালোভাবে আয়ত্ত করতে হলে চেষ্টা করতে হয় বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয় নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো
ভাষার উপর দক্ষতা যাচাই করুন কোন ভাষা শিখতে হলে ভাষার উপর আপনার দক্ষতা কতটুকু আগে যাচাই করা দরকার । আপনার লেভেল উপলব্ধি করার পর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন লেভেলে পৌঁছাতে চান নিজেই যাচাই করুন।
একাধিক ভাষা শিখার সহজ পদ্ধতি জানুন তবে এ ক্ষেত্রেও জানা থাকতে হবে নিচের বিষয়গুলো
![]() |
| একাধিক ভাষা শিখার সহজ পদ্ধতি |
উপরের অপশনগুলো থেকে আপনি নির্বাচন করুন কোনগুলো আপনার সমাপ্ত হয়েছে যদি আপনার সবগুলো সমাপ্ত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি পূর্ণাঙ্গ দক্ষ আর যদি কোন একটি অপূর্ণতা থাকে তাহলে বুঝতে হবে আপনার ভাষা পুরোপুরি শিক্ষা হয়নি সুতরাং লেভেল ভিত্তিক ভাষা শেখার চেষ্টা করুন সেটি যেকোনো ভাষার ক্ষেত্রে প্রযোজ্য।
ভাষা শেখার ক্ষেত্রে পরিষ্কার থাকা দরকার আপনি কেন ভাষা শিখতে চান । কারো সামনে যদি সুস্পষ্ট লক্ষ্য থাকে তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে সিরিয়াস হয় আর যদি কোনো লক্ষ না থাকে তাহলে ভাষা শেখার জন্য বেশি সিরিয়াস হয় না বিভিন্ন কারণে বিদেশি ভাষা শিখে একাধিক ভাষা শিখার সহজ পদ্ধতি।
- বিদেশীদের সাথে যোগাযোগ করার জন্য
- বিদেশে কলেজ বাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য
- বিভিন্ন চাকরির জন্য
- ব্যবসায়িক প্রয়োজন
- দূভাষী হিসেবে কাজ করার জন্য
কারো রাইটিং স্কিলস এর অভাবে পরীক্ষায় ভালো করতে পারে না তাই ভাষা শেখার চেষ্টা করেন
একাধিক ভাষা শিখার সহজ পদ্ধতি আপনাদের সাথে আলোচনা করছি তবে একাধিক ভাষা শেখার ক্ষেত্রে আপনার নিজস্ব প্রচেষ্টাই সবচেয়ে বেশি কার্যকরী হবে বলে আমি মনে করি।
ভাষা শেখার লক্ষ্য নির্ধারণের পর কত দিনের মধ্যে এবং কিভাবে ভাষা শিখবেন পরিকল্পনা নেয়া প্রয়োজন।যেমন মনে করুন আপনি ২ বছরে ইংরেজি ভাষা ভালোভাবে বলাও লেখার যোগ্যতা অর্জন করতে চান এ জন্য প্রতি সপ্তাহে দুই দিন বিকেলে কোর্স করতে চান ইত্যাদি নিয়ম প্রয়োজন।একাধিক ভাষা শিখার সহজ পদ্ধতি একাধিক ভাষা শিখার সহজ পদ্ধতি।
আলোচিত প্রত্যেকটি অংশই একাধিক ভাষা শেখার সহজ পদ্ধতি শীর্ষক আর্টিকেলের গুরুত্বপূর্ণ অংশ।
বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার আগে ভাষা শিখুন আপনি বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার টার্গেট আপনি বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার আগেই টার্গেটকৃত ভাষা আয়ত্তে আনার চেষ্টা করুন।উদাহরণস্বরূপ বলা যায় আপনি যদি মাদ্রাসাছাত্র হলে আরবি ভাষায় ভালো দক্ষতা অর্জন করা দরকার এ জন্য দাখিল, আলিম,পরীক্ষার ফল প্রকাশ হওয়ার আগে ভালোভাবে সময় কাজে লাগানোর প্রয়োজন।আপনি যদি স্কুল বা কলেজে পড়াশোনা করে তাহলে ইংরেজি ভাষার উপর দক্ষতা বাড়ানোর জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার পরবর্তী সময় ভালোভাবে কাজে লাগানো দরকার মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পর ভাষাচর্চার সময় নয় তবে এর অর্থ এই নয় যে বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পর ভাষা শেখা যাবে না ,যাবে কিন্তু লক্ষ্য রাখা দরকার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পূর্বে ভাষা শেখার।
একাধিক ভাষা শেখার সহজ পদ্ধতি শীর্ষক আর্টিকেলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এটি।
সঠিক কোর্স নির্বাচন করুনঃ ভাষা শেখার জন্য প্রায় সব দেশেই বিভিন্ন কোর্স চালু আছে উত্তরসমূহ সম্পর্কে ধারণা নেওয়া প্রয়োজন তারপর আপনার জন্য সঠিক কোর্স কোনটি তা বেছে নিন সঠিক ভাষায় করতে ভুল করলে ভাষা প্রসেস বিলম্ব হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকের যোগ্যতা দক্ষতা ও ভাষা শেখানোর পদ্ধতি সম্পর্কেও খোঁজখবর নেওয়া দরকার সবকিছু খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়া দরকার যে যে কোর্স আপনি করতে চান তা আপনার লেভেল অনুযায়ী ঠিক আছে কিনা কোর্স নির্ধারণের ক্ষেত্রে আরও খেয়াল রাখা দরকার যে আপনি কত মাসের কোর্স করতে ইচ্ছুক এবং কোর্সের ফি কত একাধিক ভাষা শিখার সহজ পদ্ধতি।
একাধিক আর সহজ পদ্ধতির মধ্যে অন্যতম এগুলো।
কোর্স না করেও শেখা যায়ঃ অনেক মানুষ আছেন যারা কোর্স না করেও ভাষার উপর দক্ষতা অর্জন করেছেন যেমন একজন মানুষ আরবের কোন দেশে কিছু দিন থাকাকালে আরবী কতজন তার পক্ষে সহজ হয়ে যায় সেজন্য হেল্প লার্নিং সেন্টার করতে পারেন কোন গ্রুপ করে কিংবা কোন কোর্স করে ভাষা শেখার সুযোগ না থাকলেও সেলফ লার্নিং সেন্টার গড়ে তুলুন অর্থাৎ নিজেই নিজেই ভাষা শেখার চেষ্টা করুন আপনার সেলফি ল্যাঙ্গুয়েজ স্কুলে প্রয়োজনীয় বই অভিধান অডিও ও ভিডিও রাখার চেষ্টা করুন এবং শেখার জন্য ব্যয় করুন
ইংলিশ শিখার জন্য প্রয়োজনীয় কিছু ওয়েবসাইট
- https://www.bellenglish.com/
- www.eslcafecome/search/online-English-Course
- https://learnenglish.britishcouncil.org/
একাধিক ভাষা শেখার সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি সে ক্ষেত্রে অবশ্যই একাধিক ভাষা শেখার সহজ পদ্ধতি এর গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ লিংকগুলোকে আপনার জানার মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন।একাধিক ভাষা শিখার সহজ পদ্ধতি
এছাড়াও ভিডিও অডিও রেকর্ডিং শুনা এবং অনলাইনে সংবাদপত্র পড়ার মাধ্যমে আপনি ইংরেজি শিখতে পারেন।
আমাদের কিছু প্রশ্ন
কিভাবে একাধিক ভাষা শিখবেন?
ইংরেজি ভাষা কিভাবে শিখব?
ইংরেজিতে কথা বলতে কি করতে হয়
কিভাবে সহজে ইংরেজিতে কথা বলব?
এরকম হাজারো প্রশ্নের সম্মুখীন আমরা হই আমরা ভাষা শেখার ক্ষেত্রে সকল প্রশ্নের চূড়ান্ত সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে এই আর্টিকেলটিতে আপনি যদি একাধিক ভাষা শিখতে চান তাহলে এই আর্টিকেল আপনার জন্য সেরা হতে পারে।
কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা কোর্স করা বিদেশে প্রাই সব কলেজ ও বিশ্ববিদ্যালয় ল্যাঙ্গুয়েজ কোর্সের উপর অত্যাধিক জোর দেয়া হয়।আমাদের দেশে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ আছে এই ধরনের ল্যাঙ্গুয়েজ কোর্স করতে আপনি খুবই আগ্রহী হওইয়া স্বাভাবিক এবং এটি ভালো অবদান রাখতে পারে আপনার ভাষা শিক্ষার ক্ষেত্রে।
পত্র-পত্রিকাই লেখা লিখি ঃ আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে ভাষার উপর কিছু দক্ষতা আসার পর ইংরেজি ভাষায় পত্র পত্রিকা লেখালেখি শুরু করতে পারেন প্রথম পর্যায়ে চিঠিপত্র কলামে লিখুন তারপর বিভিন্ন বিষয় ভিত্তিক লেখা শুরু করুন বেশি ভিত্তিক লেখা শুরু করলে ভাষার উপর দক্ষতা বৃদ্ধি পায়
একাধিক ভাষা শেখার সহজ পদ্ধতি যত রয়েছে তার অন্যতম এবং কার্যকরী পদ্ধতি এটি
শেখার মধ্যে আনন্দ লাভঃ কোন ভাষা যদি বোরিং মনে হয় তাহলে শিখতে সম্ভব হয় না কিন্তু আপনি যদি শেখার ক্ষেত্রে আনন্দ পান তাহলে অল্প সময়ে ভাষা শিখতে পারবেন।
ভাষা শিখতে হলে শব্দ ভান্ডার বৃদ্ধি করতে হয়।কয়েকটি কারণে শব্দ ভান্ডার বাড়ানো প্রয়োজন
- আলোচনায় আত্মনির্ভরশীল হওয়ার জন্য
- যুক্তি তর্কে সাহায্য পাওয়ার জন্য
- রিপিটেশন থেকে বিরত থাকার জন্য
- যা বলতে চান তা ভালোভাবে উপস্থাপন করার জন্য
- বিভিন্ন বই বুঝতে সাহায্যের জন্য
- বই পড়ার গতি বাড়ানোর জন্য
- choosing words to learn
- remembering new words
- learning word from electronic articl
- starting to use the new word
- using dictionary or thesaurus
- make a vocabulary sheet
- read more learn more
- read quality news paper
- accent pronunciation
- suffix and prefixs



valo
উত্তরমুছুনকার্যকরি
উত্তরমুছুনভালো
উত্তরমুছুনভালো
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
আসসালামু আলাইকুম
আপনাদের সকলকে আমাদের রাইটার ফারুকী ওয়েবসাইটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা ।আমরা বর্তমান আধুনিকতা নামক অশ্লীলতা এবং বেহায়াপনার বিরুদ্ধে ইসলামের পক্ষে কাজ করার সুদূর প্রসারীর চিন্তা ভাবনা এবং অপরিকল্পনা গ্রহণ করেছি ।সাহিত্য চর্চার মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে ফুটিয়ে তোলা এবং ইসলামের শ্রেষ্ঠত্ব মহত্ব মানব মনে স্থাপন করে দুর্নীতি এবং অপরাধমুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখি আমরা ।আমরা বিশ্বাস করি খোলাফায়ে রাশেদিনের চেতনার অনুরূপ চরম এবং তীব্র দায়িত্ব অনুভূতি জাগ্রত করার মাধ্যমে সমাজের নেতৃত্বে যোগ্য ব্যক্তিদের পদার্প সম্ভব। আমরা চাই তোমাদের মত যুব সমাজ আগামী দিনে দেশকে নেতৃত্ব দিয়ে ইসলামের সুমহান বাণীকে পৃথিবীবাসীর কাছে পৌঁছে দেবে। আমাদের সহযোগী তোমরাই হবে আমরা চাই আমাদের সাথে এবং আমাদেরকে সকল ক্ষেত্রে সহযোগিতা করুন ।তোমাদের মতামত আমাদের জন্য অনুপ্রেরণা।